সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ব্যক্তিগত রিসোর্টে অবৈধভাবে তিনটি সিংহ রাখায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৮০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী রিয়াদের ওই রিসোর্টটিতে অবৈধভাবে সিংহ রাখার ঘটনাটি পরিবেশ নিরাপত্তাবিষয়ক বিশেষ বাহিনীর সঙ্গে বিষয়টির তদন্ত করে দেশটির জাতীয় বন্যপ্রাণী কেন্দ্র। এই কাজের মাধ্যমে দেশের পরিবেশ আইনকে ভঙ্গ করা হয়েছে বলে জানানো হয়।
জানা গেছে, দলটি প্রথমে সিংহগুলোকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এরপর এগুলোকে একটি প্রাণি সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় দেশের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যেকোনো ধরনের শিকার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। বাস্তবায়ন করা হচ্ছে আইন। যারা অবৈধভাবে শিকার করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
অবৈধ এসব কর্মকাণ্ডের জন্য মন্ত্রণালয়টি শাস্তির বিধান নির্দিষ্ট করেছে। এর মধ্যে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে।