বোমার হুমকির পর মধ্য জাপানের একটি বিমানবন্দরে শনিবার সকালে স্বল্পমূল্যের ক্যারিয়ার জেটস্টার জাপান কোম্পানি পরিচালিত একটি অভ্যন্তরীণ ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইট অপারেটর জানিয়েছে, টোকিওর কাছে নারিতা বিমানবন্দর থেকে ফুকুওকার উদ্দেশে যাত্রা করা ওই বিমানটিতে ১৩৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিল।
পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে বিমানটি আইচি প্রিফেকচারের চুবু সেন্ট্রাইর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে বলা হয়, জরুরি অবতরণের পর বিমান থেকে বেরিয়ে আসার সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বোমা আতঙ্ক নিয়ে তদন্তকারীদের সূত্রে এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে একটি আন্তর্জাতিক ফোন কল আসে। যেখানে এক ব্যক্তির কণ্ঠস্বর দাবি করে যে, তিনি বিমানে বোমা রেখেছেন। কিন্তু স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত কোনো বিস্ফোরক বা অন্যান্য সন্দেহজনক আইটেম পাওয়া যায়নি।