বেতন বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে নিউজিল্যান্ডে ধর্মঘট করছেন নার্সরা। বুধবার আট ঘণ্টার ধর্মঘটে অংশ নিতে নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেন প্রায় ৩০ হাজার নার্স।
বিভিন্ন পার্ক এবং হাসপাতালের সামনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন তারা। এছাড়া পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করা হয়।
এর আগে চলতি সপ্তাহে অসন্তোষের জেরে নার্সদের বেতন ১ দশমিক ৪ শতাংশ বাড়ায় ডিস্ট্রিক্ট হেলথ বোর্ড। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে নার্সদের সংগঠন। তাদের দাবি অনুযায়ী ১৭ শতাংশ বেতন বৃদ্ধি সম্ভব নয় বলে জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। এনিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
উল্লেক্র, করোনার কারণে অতিরিক্ত কাজের চাপ এবং বেতন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট নার্সরা।