English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বিলাসবহুল পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে পাকিস্তান

- Advertisements -

বিলাসবহুল পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান সরকার। তিন মাস আগে অর্থনৈতিক সংকট কাটাতে এ সব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসলাম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ছয় বিলিয়ন ডলারের ঋণ প্রোগ্রামকে সফল করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান। তাই সংস্থাটির শর্ত পূরণ করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

মিফতাহ বলেছেন, আইএমএফ অবশেষে ঘোষণা করেছে যে ২৯ আগস্ট বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সে সময় প্রাথমিকভাবে পাকিস্তানের অনুরোধের এক দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনা হবে।

আন্তর্জাতিক সংস্থাটির সব শর্ত পূরণ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অনেক দেশই পাকিস্তানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে রাজি হয়েছে।

মিফতাহ বলেন, বিলাসিপণ্যে নিষেধাজ্ঞার পর জনগণের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা সরকারের জন্য সহজ হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের হাতে বেশি ডলার না থাকা সত্ত্বেও অনেক মানুষকে খাওয়াতে হচ্ছে। দেশই আমাদের প্রধান অগ্রাধিকার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন