‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে পাল্টে গেছে দেশটির পুরো চিত্র। শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশটির অর্থনীতি। পাল্টে গেছে বাহ্যিক চেহারা।
বিশ্বকাপ পরবর্তী সময়ে বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়তে লুসাইল সিটিকে নতুন রূপে সাজানো হচ্ছে। শুধু বিশ্বকাপের আমেজ বাড়িয়ে দিতে বাণিজ্যিক নগরী নাজমা সুক খারাজ মার্কেটসহ বিভিন্ন জায়গায় ভক্তরা নতুন করে সাজিয়েছে প্রিয়দলের পতাকা দিয়ে। আল মাহান্নাদি গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশ্বকাপের আমেজ বাড়িয়ে দিতে ব্যক্তিগত উদ্যোগে টাঙানো হচ্ছে শত শত পতাকা।
মোট ৩২টি দল অংশ নেবে এবারের বিশ্বকাপে। আগামী ২০ নভেম্বর কাতারের আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।