ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচন শেষে রবিবার (২ মে) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। বেসরকারি ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার আসন নন্দীগ্রামে জিততে না পারলেও রাজ্যজুড়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
এ জয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিএনপির বৈদেশিক শাখার সদস্য বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ইন্ডিয়ায় বিজেপির ঘৃণার রাজনীতিকে পশ্চিমবঙ্গে হারালেন মমতা। অভিনন্দন মমতা বন্দোপাধ্যায়কে।
এসময় পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা জানান রিপন। তিনি বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই। এটাই গণতন্ত্র। নির্বাচন নিয়ে এ ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য হতাশাজনক, এটা খুব দুঃখজনক।
এদিকে, পশ্চিমবঙ্গে বিপুল জয়ের জন্য অবশেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।