কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনায় মৃত ভারতীয়র ‘প্রকৃত’ সংখ্যা প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) রিপোর্ট নিয়ে শুক্রবার মোদি সরকারকে এক হাত নিলেন। কড়া ভাষায় সরকারকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘বিজ্ঞান মিথ্যা বলে না। তা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ’
রাহুল গান্ধী সরকারকে নির্ধারিত চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দিয়ে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও তাগিদ দেন।
এক টুইট বার্তায় রাহুল বলেন, ‘কভিড মহামারির কারণে ৪৭ লাখ ভারতীয় মারা গেছে। সরকারি দাবি অনুযায়ী ৪ লাখ ৮০ হাজার নয়। বিজ্ঞান মিথ্যা বলে না। মোদি বলেন। ‘
নরেন্দ্র মোদির দল বিজেপি কংগ্রেস নেতার পাল্টা সমালোচনা করেছে। শুক্রবারই এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘ডাব্লিউএইচওর ডাটা (উপাত্ত) আর কংগ্রেসের ‘বেটা’-ই ভুল।
সম্বিত পাত্র আরো বলেন, রাহুল গান্ধী ২০১৪ সাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বারবার চেষ্টা করেছেন। আর তা করতে গিয়ে ভারতের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করেছেন।