English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বিচার বিভাগের উদ্দেশে ইমরান খান: ‘কী অপরাধ করেছি, মধ্যরাতে আদালতের দরজা খোলেন?’

- Advertisements -

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বিচার বিভাগের উদ্দেশে বলেছেন, ‘আমি কী অপরাধ করেছি, মধ্যরাতে আদালতের দরজা খোলেন?’ তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমি কারাভোগও করেছি। ’

ইমরান খান গতকাল বুধবার পেশোয়ারে দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর এই প্রথমবার দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিলেন ইমরান।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘আমার প্রিয় বিচারকবৃন্দ, প্রিয় বিচার বিভাগ, আপনাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমি কারাভোগ করেছি।

কারণ আমি স্বপ্ন দেখি একদিন বিচার বিভাগ শক্তিশালীদের পক্ষে নয়, সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াবে। ’ তিনি বলেন, ‘আমি বিচার বিভাগের উদ্দেশে বলতে চাই, আপনারা কখন মধ্যরাতে দরজা খুলেছেন… এই জাতি আমাকে ৪৫ বছর ধরে চেনে। আমি কি কখনো আইন ভেঙেছি? যখন আমি ক্রিকেট খেলতাম, কেউ বলতে পারবে আমি ম্যাচ পাতিয়েছি?’ ইমরান খান আরো বলেন, ‘আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগের বিরুদ্ধে জনগণকে উসকে দিইনি। কারণ আমার জীবন ও মরণ এই পাকিস্তানেই। আমি আপনাদের প্রতি প্রশ্ন রাখতে চাই, আমি আসলে কী অপরাধ করেছি যে আপনারা মধ্যরাতে আদালতের দরজা খুলে দিলেন?’

ইমরানের বিরুদ্ধে গত শনিবার মধ্যরাতে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পাস হয়। এর আগে ওই রাতেই হাইকোর্টে একটি আবেদন করা হয়। ওই আবেদনে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করার প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা রহিত করার আদেশ চাওয়া হয়। যদিও ইমরান খানের সরকারের পক্ষ থেকে বলা হয়, সেনাপ্রধানকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

ওই আবেদন গ্রহণ করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে আদালত বলেছিলেন, জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেকোনো সময় আদালত বসতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন