যুক্তরাষ্ট্রে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী এবং অন্যজন পুরুষ। জানা গেছে, টেক্সাস থেকে ফ্লোরিডায় ১২ বছর বয়সী এক মেয়েকে দিয়ে পর্নোগ্রাফি তৈরির জন্য নিয়ে এসেছিলেন তারা।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৩ বছর বয়সী নারী আদ্রিয়েনে ক্লেইন এবং ২০ বছর বয়সী তরুণ জেসার্ট হোক্সা ওই মেয়েকে টেক্সাস থেকে এনে আটলান্টার একটি হোটেলে রেখেছিলেন।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ওই মেয়ের বিপুল সংখ্যক ছবি তুলেছেন। সেগুলো অনলাইনে চড়া দামে বিক্রি করেছেন তারা।
পুলিশ বলছে, ওই দু’জনের কাছ থেকে মোটা অঙ্কের নগদ অর্থ জব্দ করা হয়েছে। আটক তরুণের বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানি, ধর্ষণ এবং শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগ রয়েছে।