বুলডোজার দিয়ে একটি বাসস্ট্যান্ড গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ভারতের কর্নাটক রাজ্যের বিজেপি সংসদ সদস্য। তার দাবি, দুটি গম্বুজসহ বাসস্ট্যান্ডটি দেখতে একেবারে মসজিদের মতো। তাই সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তিনি। তার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই সরব হয়েছে কর্নাটকের বিরোধী দল কংগ্রেস।
এই প্রথম নয়, এর আগেও বহু বার বিতর্কিত মন্তব্য করেছেন প্রতাপ। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভের সময় তার মন্তব্য ছিল, ‘ভাল চাকরি করার জন্য কলেজে আসে সবাই। তবে এই পড়ুয়ারা কলেজে আসেন হিজাব দেখাতে। হিজাব, বোরখা, পায়জামা— চাইলে যা খুশি পরুন। তবে সেগুলো পরে স্কুলের বদলে মাদ্রাসায় যান। আপনাদের ভাবাবেগকে সম্মান জানিয়েই মাদ্রাসা চালাতে আলাদা তহবিল গড়েছে সরকার। সেখানে যান!’
এখানেই শেষ নয়, হিজাব-বিতর্কে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও আক্রমণ করে বসেন প্রতাপ। সিদ্দারামাইয়াকে ‘সিদ্দারহিমাইয়া’ বলে সম্বোধন করেছিলেন তিনি।