চীনের রাজধানী বেইজিং এ চলছে বালুঝড়। সোমবার (১৫ মার্চ) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চীনা আবহাওয়া ব্যুরো এই ঝড়কে গত এক দশকের সবচেয়ে খারাপ ঝড় বলে অভিহিত করছে।
অধিদপ্তর নাগরিকদের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে। বেইজিংয়ের চতুর্দিকে অবস্থিত গানসু, সানহি এবং হেবেই অঞ্চলও এই বালুঝড়ে ছেয়ে গেছে।
বালুঝড়ের ফলে হঠাৎ করেই চীনের বায়ূ দূষণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। বাতাসে অতিরিক্ত বালুর কারণে দেশটির শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শহরের প্রশাসন স্কুলগুলোকে বাইরের খেলাধুলা বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং যে সব নাগরিক নিঃশ্বাসের সমস্যায় ভুগছেন, তাদেরকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গোলিয়া থেকে আগত শক্তিশালী বায়ুপ্রবাহ এসব বালু বয়ে এনেছে। এখানেও চলছে তীব্র বালুঝড়। ঝড়ের কারণে ইতোমধ্যে মঙ্গোলিয়ায় ছয়জন নিহত হয়েছেন, নিখোঁজ কয়েক ডজন। বেইজিং এর অধিবাসী ফ্লোরা জো বলেছেন, দেখে মনে হচ্ছে এটাই পৃথিবীর শেষপ্রান্ত। এরকম আবহাওয়ায় আমি সত্যিই থাকতে চাই না।