১২ বছরের এক বালককে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করেছে দক্ষিণ সুদানের পুলিশ। সেই সঙ্গে গরুর মালিককেও থানা হেফাজতে নিয়েছে তারা। দেশটির লেকস্ স্টেটের নিকটবর্তী একটি খামারে গত সপ্তাহে ঘটে এ ঘটনা।
জানা গেছে, গরুটি খামারের কাছে হাঁটছিল। পাশ দিয়ে যাওয়ার সময় এটি এক বালককে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের মুখপাত্র মেজর এলিজা মাবোর বলেছেন, গরুটিকে এখন রুম্বেক সেন্ট্রাল কাউন্টির একটি থানায় আটকে রাখা হয়েছে।
এদিকে, নিহত ছেলেটির মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে একটি ভেড়ার আক্রমণে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় একই রাজ্যে। তার এক মাস পরেই এমন ঘটনা ঘটলো। পরে সেই ভেড়াটিকেও গ্রেফতার করা হয়। সে সময় পুলিশের মুখপাত্র এলিজা মাবোর ব্যাখ্যা করেন যে, ভেড়াটির মালিক নির্দোষ কিন্তু সেটি অপরাধ করেছে এবং তাকে গ্রেফতার করা উচিত। পরে সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে তিন বছরের জন্য রাখা হয়।
আইন অনুযায়ী, কোনো পশুর আক্রমণে কেউ মারা গেলে, তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয়। সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সেই পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।