জাতীয় পাওয়ার গ্রিডে বানরের কারণে হলো গোলযোগ। এর কারণে পুরো দেশে শুরু হয় বিদ্যুৎবিভ্রাট। আজ রবিবার শ্রীলংকায় ঘটেছে এই ঘটনা। সরকারি কর্মকর্তারা জানান, গ্রিডের মধ্যে হঠাৎ করে বানর চলে আসায় গোলযোগ শুরু হয়।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিভ্রাট শুরু হয়। এতে পুরো দেশের বিদ্যুৎ গোলযোগ দেখা যায়। এখনো পুরোপুরি গ্রিড ঠিক করা যায়নি।
দেশটির বিদ্যুৎবিষয়ক মন্ত্রী কুমার জয়াকোড়ি জানান, ‘প্রকৌশলীরা বিষয়টি নিয়ে কাজ করছেন। আশা করছি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’ তিনি বলেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারে চলে আসে। তখন গ্রিডের ভারসাম্য নষ্ট হয় এবং বিভ্রাট দেখা যায়।
কয়েকটি এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করলেও এখনো অনেক এলাকা অন্ধকারে রয়েছে। ঠিক কখন এই সংকটের সমাধান হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি কর্মকর্তারা।
এর আগে ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকটের সময় গ্রীষ্মকালে চরম বিদ্যুৎ বিভ্রাটে ছিল শ্রীলংকা। ফুয়েল স্টেশনে পেট্রল ও ডিজেলও ছিল না। তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দৈনিক ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হতো।