English

27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাতাসে ভেঙে পড়ল নির্বাচনী মঞ্চ, নিহত ৯

- Advertisements -

ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে মেক্সিকোর নির্বাচনী প্রচারের এক মঞ্চ। গতকাল বুধবারের এই ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ নুভে লিওনে এই নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ। তখনই এই দুর্ঘটনা ঘটে। তবে আলভারেজ সুস্থ আছেন।

নিহতদের মধ্যে আটজন পূর্ণবয়স্ক ও একজন শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর স্যামুয়েল গার্সিয়া। তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন। জরিপে এই নির্বাচনের প্রার্থীদের মধ্যে আলভারেজ মাইনেজ তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী ক্লদিয়া শিনবাউম এবং দ্বিতীয় স্থানে থাকা সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী শোচিত গালভেজের থেকে অনেকটা পিছিয়ে আছেন। এই ঘটনার পর নির্বাচনী প্রচার স্থগিত করেছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন