English

17 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

বাইকে স্ত্রীকে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে গেলেন স্বামী!

- Advertisements -
হাত-পা পিছমোড়া করে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে এক নারীকে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক যুবক। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছেন ওই নারী। যত চিৎকার করছিলেন, গতি ততই বাড়ছিল। বেশ কয়েক পাক চালানোর পর থামেন যুবক।
তারপর শুরু হয় মারধর। এমনকি নারীর শরীরের ওপর উঠে দাঁড়িয়েও পড়েন। এমনই একটি নৃশংস দৃশ্য প্রকাশ্যে এসেছে ভারতের রাজস্থানে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমকুমার মেঘওয়াল যে নারীকে বাইকের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রী। স্ত্রী তার বোনের বাড়িতে যাওয়ার জন্য আবদার করেছিলেন। সেই আবদারের কথা শুনতেই মেজাজ হারান প্রেমকুমার। তার পরই স্ত্রীকে ‘শাস্তি’ দিতে হাত-পা পিছমোড়া করে মোটরসাইকেলের পেছনে বাঁধেন।
তারপর রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যান। 

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপর হয় পুলিশ। ভিডিওটি খতিয়ে দেখে এলাকা চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা। অভিযুক্তকে জেরা করে এই ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমকুমার বেকার ও মাদকাসক্ত।

তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নাগাউরের পুলিশ সুপার নারায়ণ তোগাস এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেমকুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোনের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল ওই নারীর। তার পরই এ কাণ্ড ঘটান প্রেমকুমার।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন