পুলিশ জানিয়েছে, দিগ্বিজয়ের গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন চালক। বাবলু নামে ২৮ বছরের ওই যুবককে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথায় আঘাত লেগেছে। জিরাপুরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভোপালের হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। তাতে দেখা গেছে, আচমকাই উল্টো দিকে ঘোরে বাইকটি। যার জেরেই দিগ্বিজয়ের গাড়ির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। বাইকটিকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ব্রেক কষে কোনো মতে গাড়ি থামান দিগ্বিজয়ের চালক।
গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিগ্বিজয়ের চালকের বিরুদ্ধে মামলাও হয়েছে। পরে অন্য একটি গাড়িতে করে এলাকা ছাড়েন কংগ্রেস নেতা।