English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বন্দুক তাক করার অভিযোগে মেক্সিকো থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে অপসারণ

- Advertisements -
দূতাবাসের কর্মীদের বহনকারী একটি গাড়ির ভেতর রাইফেল তাক করার অভিযোগে মেক্সিকোতে ব্রিটেনের রাষ্ট্রদূতকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে বলে শুক্রবার খবর পাওয়া গেছে। এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
Advertisements

প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্য সরকার বলেছে, এ ঘটনার পর তারা ‘যথাযথ ব্যবস্থা’ নিয়েছে। তবে জন বেঞ্জামিনকে বরখাস্ত করা হয়েছে কি না তা নিশ্চিত করেনি তারা।

এ ছাড়া ফিন্যানশিয়াল টাইমস সংবাদপত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বেঞ্জামিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সফরে ছিলেন, যা মাদক চক্রের সহিংসতায় জর্জরিত। সংবাদপত্রটি ঘটনার সঙ্গে পরিচিত, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে, কূটনীতিক বেঞ্জামিনকে এপ্রিলের পর পরই রাষ্ট্রদূতের পদ থেকে ‘বরখাস্ত’ করা হয়েছে। বিদেশি কর্মকর্তারা প্রায়ই মেক্সিকোতে বিপজ্জনক অঞ্চল পরিদর্শনের সময় দেহরক্ষীদের সঙ্গে নিয়ে ভ্রমণ করেন বলেও উল্লেখ করেছে তারা।

এ ছাড়া এই সপ্তাহে এক্সে একটি বেনামি অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও দেখা যায়, বেঞ্জামিন মজা করে গাড়ির পেছনের দিকে অস্ত্রটি তাক করেছেন।

পেছনের আসনে বসা যাত্রীর মুখ অস্পষ্ট ছিল। তবে ফিন্যানশিয়াল টাইমস তাকে স্থানীয় দূতাবাসের কর্মচারী হিসেবে বর্ণনা করেছে।

মেক্সিকান দূতাবাসের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করার পাশাপাশি ওই এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের হাতে প্রতিদিনের হত্যার প্রেক্ষাপটে তিনি (রাষ্ট্রদূত) রসিকতা করার সাহস করেন।’

এএফপির তথ্য অনুসারে, লাতিন আমেরিকার দেশটিতে প্রতিদিন প্রায় ৮০ জনকে হত্যা করা হয়।

এর বড় অংশই ঘটে অতি-হিংস্র মাদক চক্রের নিয়ন্ত্রিত অঞ্চলে।

এদিকে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা এই ঘটনা সম্পর্কে অবগত এবং যথাযথ ব্যবস্থা নিয়েছি।’ সেই সঙ্গে তিনি জানান, ব্রিটিশ সরকারের ‘অভ্যন্তরীণ সমস্যাগুলো’ উদ্ভূত হলে তা সমাধানের জন্য ‘শক্তিশালী মানবসম্পদ প্রক্রিয়া’ রয়েছে। তবে তিনি এ প্রক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণ দেননি।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, বেঞ্জামিন ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মেক্সিকোতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন।

এ ছাড়া বিজনেস নেটওয়ার্কিং সাইট লিংকডইনে বেঞ্জামিনের অ্যাকাউন্ট অনুযায়ী, মেক্সিকোতে তার পোস্টিং শেষ হয়েছে মে মাসে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন