ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইঙ্গিত করে বলেছেন, কেউ যদি কিছুই না করে বছরের অর্ধেক সময় দেশের বাইরে থাকেন, তাহলে তিনি রাজনীতি কী করবেন?
জানা গেছে, মহারাষ্ট্র সফরকালে শিল্পপতিদের সঙ্গে এক আলোচনাসভায় মমতা এ মন্তব্য করেন।
এদিকে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। তৃণমূল আসাম, ত্রিপুরা, গোয়াসহ বিভিন্ন রাজ্যে কংগ্রেস দলে ভাঙন ধরানোয় তাদের মধ্যে বিরোধ চলছে।
মহারাষ্ট্রে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান ও রাজ্যের বর্ষীয়ান রাজনীতিক শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স জোটকে (ইউপিএ) নিয়ে মমতা ব্যানার্জি বলেন, ইউপিএ কী? এখন এর কোনো অস্তিত্ব নেই।
এর পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা বিভিন্ন আর্থসামাজিক ইস্যুতে তাদের (টিএমসি) যুক্ত করার চেষ্টা করছি। বিরোধীদের বিভক্ত হওয়া উচিত নয়। আমাদের বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে।