স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী তিনজনকে হত্যার পর নিজেকেও শেষ করে দেন। নিহতদের মধ্যে জন্মদিন উদযাপনকারী যুবক ও তার বাবা রয়েছেন।
পুলিশ এখনো হামলার কারণ খুঁজছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লোকটি মারাত্মক এ হামলার আগে সেখানে চলাচলকারী গাড়ির দিকেও গুলি করেছিল বলে ধারণা করা হচ্ছে।
রবিবারও বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সংস্থার সদস্য ঘটনাস্থলে ছিলেন।
স্থানীয় প্রসিকিউটর জেরোম পিকস এএফপিকে জানিয়েছেন, হামলাকারী ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন না। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি সেখানে যান। গোলাগুলিতে আহত হওয়ার পর চারজন হাসপাতালে চিকিৎস নিয়েছে, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। এ ছাড়া আরো ১৫ জন প্রত্যক্ষদর্শী মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে ছিল।