হাতে বাজারের ব্যাগ। কানে মোবাইল ফোন। মোটামুটি ব্যস্ত সড়কে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন তিনি। সামনে যে ঢাকনা ছাড়া ম্যানহোল, সেটা খেয়াল করেননি।
স্থানীয় লোকজন বলছে, একটি প্রকল্পের কাজের কারণে ওই সড়কের বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনা কয়েক মাস ধরে খোলা রয়েছে। এই কয়েক মাসে এ ধরনের দুর্ঘটনাও কয়েকটি ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওচিত্রটি ভাইরাল হওয়ার পর কেউ কেউ মন্তব্য করছেন, পথ চলতে ওই নারীকে আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল। আবার কেউ বলছেন, কর্তৃপক্ষ ম্যানহোলের ঢাকা সরালেও পথচারীদের জন্য কেন কোনো সতর্ক সংকেত রাখেনি?