ফেসবুক পোস্টে মজা করে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন এক যুবক। ফেসবুকে অনেকেই অন্যের পোস্টে এরকম রিঅ্যাক্ট দেন। কিন্তু অনুভূতি প্রকাশ করতে গিয়ে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়ে বিপাকে পড়েছেন এক যুবক। এরপর বেদম পিটুনি খেয়ে সেই যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতের নাম ওমপ্রকাশ ঠাকুর। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এলাকার বাসিন্দা। খবর হিন্দুস্তান টাইমসের।
আহত ওমপ্রকাশ ঠাকুর বলেন, গত ৯ ডিসেম্বর ফেসবুকে প্রতিবেশী জয়ন্ত সিংয়ের ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছিলেন তিনি। বিষয়টি পছন্দ হয়নি জয়ন্তর। এর জেরে রবিবার সন্ধ্যায় আড়িয়াদহ পাঠবাড়ি লেনে তার ওপর হামলা চালায় জয়ন্ত ও তার দলবল।
পেশায় নাইটগার্ড আহত ওমপ্রকাশ বলেন, ডিউটিতে যাওয়ার সময় বটি ও বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় তাকে। রাতেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
আহত ওমপ্রকাশের সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসরা জানিয়েছেন, তার ডান চোখের অবস্থা গুরুতর।
বেলঘরিয়া থানা সূত্রের জানা গেছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তরা পলাতক। এ ঘটনায় বারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতে পারে।