English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ফের ৪০ হাজার ছাড়িয়েছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ

- Advertisements -

ফের ৪০ হাজার ছাড়িয়েছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। যদিও মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমেছিল ৩২ হাজারের নীচে। করোনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে।

৩৫.৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে বুধবার। সেই সঙ্গে সংক্রমণের হারও ২ শতাংশের বেশি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৪৪ জন।

ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ২০ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। মহারাষ্ট্র এবং কেরালায়  এই দুইটি রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা শতাধিক। উড়িশ্যা ও পাঞ্জাবে তা ৫০ এর বেশি।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৫৪১। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন। এর মধ্যে ২ লাখ ১৯ হাজারের বেশি সক্রিয় রোগী শুধুমাত্র কেরালায় আন মহারাষ্ট্র্র তা ৫৪ হাজার ৭৬৩ জন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন