English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ফের অবনতি হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি, বাড়ছে দৈনিক সংক্রমণ

- Advertisements -

গত তিন দিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে ভারতের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ২৩০ জন। সব মিলিয়ে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জন।

দেশটির দৈনিক আক্রান্তের অর্ধেকই হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত ২২ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৭ হাজারের বেশি। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ফের দু’হাজার ছাড়িয়েছে। তবে উড়িষ্যা এবং আসামে গত সপ্তাহের তুলনায় কম রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলোতে সংক্রমণ পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

গত দু’দিন ধরেই দেশটিতে দৈনিক মৃত্যু ছিল ৬০০-এর বেশি। শুক্রবার তা একটু হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গোটা মহামারী পর্বে দেশটিতে প্রাণ হারালো ৪ লাখ ২৩ হাজার ২১৭ জন।

দৈনিক আক্রান্ত বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১ হাজার ৩১৫। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৫ হাজার ১৫৫ জন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন