English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ফুরিয়ে আসছে গাজার জ্বালানি

- Advertisements -

দ্রুত ফুরিয়ে আসছে গাজা উপত্যকার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি। ফিলিস্তিনি বিদ্যুৎ কর্তৃপক্ষের চেয়ারম্যান থাফের মেলহেম জানিয়েছেন, আর ১০ থেকে ১২ ঘণ্টা এই জ্বালানি দিয়ে চলা যাবে। এরপর অন্ধকারে নিমজ্জিত হবে পুরো গাজা উপত্যকা।

শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে দুই সহস্রাধিক মানুষ।

অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহ করত ইসরায়েল। হামাসের হামলার পর তারা সেখানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। একটিমাত্র বিদ্যুৎকেন্দ্র দিয়ে চলছিল পুরো এলাকা। কিন্তু জ্বালানির সরবরাহ না থাকায় তা বন্ধ হয়ে যাচ্ছে।

এর আগে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলেন,‘গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস। শীঘ্রই এখানেও জ্বালানি শেষ হয়ে যেতে পারে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন