English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ফিলিস্তিনের রাজনীতিবিদ হানান আশরাবি করোনায় আক্রান্ত

- Advertisements -

ফিলিস্তিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নির্বাহী কমিটির সদস্য হানান আশরাবি করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল রবিবার (১১ অক্টোবর) হানানের করোনা সনাক্তের পর সংগঠনের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। হানান আশরাবির করোনা সনাক্তের পর সংগঠনটি তাঁর সব ধরণের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষনা করে।
এর আগে গত ৮ অক্টোবর সংগঠনের নির্বাহী কমিটির সেক্রেটারি সায়েব আরিকাত করোনায় আক্রান্ত হন। তাঁর করোনায় আক্রান্তের পর পরিষদের অন্য সদস্যরা কোয়ারেন্টিনে চলে যান।
এদিকে পিএলও-এর সেক্রেটারি ও নির্বাহী কমিটির সদস্যের করোনা সনাক্ত হওয়ায় আগামী রবিবার অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর সেক্রেটারিদের বৈঠক অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়।
১৯৯১-১৯৯৩ সালের শান্তি আলোচনায় পিএলও-এর প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন ৭৪ বছর বয়সী ফিলিস্তিনি রাজনীতিবিদ হানান আশরাবি।
১৯৯৬ সালে জেরুজালেম শহর থেকে ফিলিস্তিন আইন পষিদে নির্বাচিত হন তিনি। ২০০৬ সালে তিনি পুনর্বার নির্বাচিত হন। তাছাড়া পিএলও-এর নির্বাহী কমিটির সদস্য হওয়ায় ফিলিস্তিনের জাতীয় পরিষদের সদস্যও তিনি।
সর্বশেষ পরিসংখ্যান মতে ফিলিস্তিনে করোনায় আক্রান্ত হয় ৫৫ হাজার ৫৫৬জন। মারা যায় ৪৪৫জন এবং সুস্থ হয় ৪৮ হাজার ৪০৭জন।
সূত্র : আল জাজিরা

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
mizan
mizan
4 years ago

good news site

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন