ইহুদিবাদী ইসরায়েল এবার ফিলিস্তিনের পশ্চিমে একটি নির্মাণাধীন মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে। ইসরাইলের কয়েকটি সামরিক যান ইয়াতা শহরের পূর্বদিকের এলাকাটি ঘিরে ফেলে আজ বুধবার সকালে এ তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আনদলু এজেন্সির।
গণমাধ্যমটি বলছে, দখলদার ইসরায়েল ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইহুদিবাদী ইসরায়েল মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে। ঐ কূপের পানি ব্যবহার করতো পাশের একটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।