ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা।
বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছেন। লুলার শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এ হামলায় তার ইন্ধন ছিল বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লুলা। বিরোধী দলের এই হামলার তীব্র সমালোচনা করে ‘ফ্যাসিস্ট’ হামলা বলেও আখ্যা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
তবে বলসোনারো অভিযোগ অস্বীকার করেছেন। এক টুইট বার্তায় তিনি সহিংস এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেও অভিহিত করেছেন তিনি। তবে বলসোনারো একই সঙ্গে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের অধিকারের পক্ষে তার অবস্থানের কথা তুলে ধরেছেন।