করোনায় গোটা দুনিয়া প্রায় স্তব্ধ, তখনই পরিচয় হয় বালির দুর্গাপুর সাহেববাগান এলাকার বাসিন্দা অরিজিত ও মেক্সিকান তরুণী লেসসির। সেই আলাপ থেকে প্রেম, এবার ভারতে প্রেমিকের কাছে ছুটে এলেন ওই তরুণী।
দু’জনের প্রেম গাঢ় হতেই হাওড়ায় তাঁর প্রেমিকের কাছে ছুটে এসেছেন মেক্সিকোর মেয়ে। জানা গেছে, পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অরিজিত ও লেসসি। আর ক’দিন পর জুলাইয়ে সাত পাকে ঘুরবেন তারা। এরই মধ্যে গত ১৯ জুন তাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়বেন দু’জনে।
অরিজিৎ বলেন, করোনার সময় লকডাউন শুরু হলে বাড়ি থেকেই কাজ করতাম। কাজের পাশাপাশি সময় কাটাতে ইন্টারনেই ছিল ভরসা। সেখানেই লেসসির সঙ্গে আলাপ।
ছেলের বিয়ে নিয়ে আরিজিতের বাবা বলেন, লেসলি অত্যন্ত ভাল মেয়ে। সবাইকে আপন করে নিয়েছে। আমাদের সঙ্গে ভাল ভাবে কথা বলার জন্য বাংলা এবং ইংরেজিও শিখছে। আর লেসলির সঙ্গে কথা বলার জন্য স্প্যানিশ ভাষা শিখেছে অরিজিৎ।