ইরানের কুর্দিস্তান প্রদেশে সৌদাবেহ জরগাহম নেজাদকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি কুর্দিস্তান গভর্নর জেনারেলের কার্যালয়ের নারী বিষয়ক বিভাগে কাজ করছিলেন।
দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে ইরান সরকারের নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, জরগাহম নেজাদের এই নিয়োগ ইরানে নারীদের দক্ষতার প্রতিফলন।
জরগাহম নেজাদের এই নিয়োগটি মূলত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ। যার লক্ষ্য ছিল সরকারি পদগুলোতে লিঙ্গ বৈষম্য কমানো। এই নিয়োগে প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান।
এছাড়া এই নিয়োগটি এমন এক সময়ে হলো, যখন দুই বছরেরও বেশি সময় আগে কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তীতে বিদেশী মিডিয়া ও এজেন্টদের দ্বারা সহিংস দাঙ্গায় রূপ নিয়েছিল।