শিশুকন্যার সঙ্গে বিকৃত যৌন আচরণের অভিযোগে কেয়ার হোমের এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের স্লিফোর্ডে।
শিশুর সঙ্গে বিকৃত যৌন আচরণ এবং মাদক বিক্রির অভিযোগে ৩১ বছর বয়সী নারীকে আটক করেছে স্লিফোর্ড পুলিশ। ওই নারী বাচ্চাদের অভিভাবকদের বিশ্বাস ভেঙে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন পুলিশের একজন কর্মকর্তা।
পুলিশ বলছে, ১৩ থেকে ১৭ বছরের মেয়েদের সঙ্গে বিকৃতভাবে নিজের যৌন চাহিদা পূরণের চেষ্টা করেছেন ওই নারী। এভাবে তিনি অন্যদের বিশ্বাস ভেঙেছেন। মাদক সরবরাহের অভিযোগও আছে তার বিরুদ্ধে।
শারীরিক প্রতিবন্ধীদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করা হয় ডল্টন লজ ইন্ডিপেন্ডেন্ট হসপিটালে। সেখানকার কেয়ার হোমেই ওই ঘটনা ঘটার অভিযোগ উঠেছে।
সেখানে ১১ থেকে ১৮ বছর বয়সের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা থাকে। তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে বলেন, সেখানে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। কোনো শিশু, কিশোর-কিশোরী সেখানে নিরাপদ নয়। আর সেখানে যারা থাকতো, তাদের বেশিরভাগেরই পরিবার অত্যন্ত দরিদ্র।
২০১৫ ও ২০১৮ সালে দুই বার অভিযান চালানো হয় ওই কেয়ার হোমে। অবশেষে গত বছরের মে মাসে তা বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ের অভিযোগের ভিত্তিতেই আটকের ঘটনা ঘটলো।
সূত্র : লিঙ্কনশায়ারলাইভ
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন