যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে মেরি গে স্ক্যানলন নামের এক কংগ্রেসওম্যানের গাড়ি ছিনতাই করা হয়েছে। বন্দুকের মুখে তার সরকারি ফোন এবং আইডিও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তবে মেরি গে স্ক্যানলন সুস্থ আছেন।
হামলাকারীদের খোঁজে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শহরের মতো, ফিলাডেলফিয়াতেও গত এক বছরে সহিংস অপরাধ বেড়েছে।
একটি বিবৃতিতে, ফিলাডেলফিয়া শহরে মেয়র জিম কেনি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ‘ভয়াবহ’ ডাকাতির ঘটনাটি ঘটে।
স্ক্যানলন দক্ষিণ ফিলাডেলফিয়ার এফডিআর পার্ক ভ্রমণ করার পর ‘২০১৭ Acura MDX’ মডেলের গাড়ির দিকে একা হেঁটে যাওয়ার সময় আক্রমণের শিকার হন। তিনি একটি বৈঠকের জন্য সেখানে ছিলেন বলে তার অফিস জানিয়েছে।