ইউক্রেন থেকে পোল্যান্ডে পাড়ি জমানো শরণার্থীর সংখ্যা সাম্প্রতিক দিনগুলোতে কমে এসেছে। শুক্রবার সাড়ে ৩০ হাজার মানুষ পোল্যান্ডে গেছে। আগের দিনগুলোর তুলনায় যা ৬.৪ শতাংশ কম। এমনটাই জানিয়েছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী।
পোল্যান্ডের হিসেব মতে গেলে ১ মাসের বেশি সময়ে ২২ লাখ ইউক্রেনীয় শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে কিছু ইউক্রেনীয় আবার এরই মধ্যে পোল্যান্ড ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে।
তবে ওয়ারস বিশ্ববিদ্যালয়ের অভিবাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন পোল্যান্ডে ১২ থেকে ১৩ লাখ ইউক্রেনীয় ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছে। এরই মধ্যে পোল্যান্ড হয়ে তিন লাখ মানুষ ইউক্রেনে গেছে বলেও জানিয়েছে তারা।