তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় সমর্থন দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার সার্বভৌম অধিকার চীনের আছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কৃত্রিম উত্তেজনা উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, তাইওয়ান ঘিরে এই অঞ্চলে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা ন্যান্সি পেলোসির উসকানির ফল। পেলোসির তাইয়ান সফর ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ এবং ‘অমূলক উসকানি’ বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্বশাসিত দ্বীপ তাইওয়ানে সফর করেন। তিনি তাইওয়ানের গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বার্তা দিয়ে তাইপে ছাড়েন।
চীন পেলোসির সফরকে ‘উসকানি’ মন্তব্য করে লাইভ ফায়ারিংসহ পাঁচ দিনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে চীন। তারা জোর করে হলেও তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চায়।