স্পেনের গোয়েন্দা সংস্থা সিএনআই-এর প্রথম নারী প্রধান পাজ এস্তেবান শীর্ষ রাজনীতিকদের ফোনে আড়িপাতার সফ্টওয়্যার নিয়ে কেলেঙ্কারির জেরে চাকরি হারিয়েছেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, অন্য দুই মন্ত্রী এবং ১৮ জন কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতার ওপর পেগাসাস সফ্টওয়্যার দিয়ে গোয়েন্দাগিরি করা হয়েছিল।
ইসরায়েলে তৈরি বিতর্কিত সফ্টওয়্যারটি বিশ্বজুড়ে বহু দেশে বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাততে ব্যবহার করা হয়েছে।
তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজই লক্ষ্যবস্তু করার কথা নিশ্চিত হওয়া প্রথম বৈশ্বিক নেতা।
প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস বলেছেন, সরকার প্রায় ৪০ বছর ধরে সিএনআই-এ কর্মরত পাজ এস্তেবানকে বাহিনী প্রধানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রবেলস নিজেও ফোন-হ্যাকিংয়ের শিকার হয়েছিলেন।
৬৪ বছর বয়সী পাজ ২০১৯ সাল থেকে সিএনআই চালাচ্ছেন। উপ প্রতিরক্ষামন্ত্রী এস্পেরানজা কাসতেলিরো এখন তার স্থলাভিষিক্ত হবেন।
বিরোধীদল বলছে, সরকার নিজে বাঁচতে গোয়েন্দা প্রধানকে বলির পাঁঠা করছে।
আড়িপাতার সফটওয়্যার পেগাসাস তৈরি করেছে ইসরায়েলের বেসরকারি কম্পানি এনএসও গ্রুপ। সফটওয়্যারটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে অনুপ্রবেশ করতে পারে।
সমালোচনার মুখে এনএসও বলেছে, অপরাধী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যেই পেগাসাস তৈরি করা হয়েছিল এবং শুধু ভালো মানবাধিকার রেকর্ড থাকা দেশগুলোতেই তা সরবরাহ করা হয়েছিল।