English

23.1 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান

- Advertisements -
দেখতে অবিকল পৃথিবীর মতো, এমনি এক গ্রহের সন্ধান পেয়েছে নাসা। বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন অনুসারে নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টিএএসএস এই গ্রহটি সর্বপ্রথম দেখতে পায় এবং এর নামকরণ করা হয় টিএএসএস অবজেক্ট অব ইন্টারেস্ট বা টিওআই।
Advertisements

এর আগে ২০২০ সালেও টিএএসএস অন্য আরেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিল যা অনেকটাই পৃথিবীর মতো। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক বিবৃতিতে জানিয়েছে, মহাবিশ্বে যে কয়টি বাসযোগ্য গ্রহ থাকতে পারে তার মধ্যে এটি একটি।

Advertisements

নাসা জানিয়েছে, গ্রহটি পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘এম ডোয়ার্ফ বা বামন’ শ্রেণির এই তারকার আকৃতি সৌর জগতের সূর্যের মতোই হয়। বিজ্ঞানীরা বলছেন, টিওআই আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ, এটি নিজের কক্ষপথ পূর্ণ করতে সময় নেয় মাত্র ২৮ দিন। যেখানে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন