এর আগে ২০২০ সালেও টিএএসএস অন্য আরেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিল যা অনেকটাই পৃথিবীর মতো। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক বিবৃতিতে জানিয়েছে, মহাবিশ্বে যে কয়টি বাসযোগ্য গ্রহ থাকতে পারে তার মধ্যে এটি একটি।
নাসা জানিয়েছে, গ্রহটি পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘এম ডোয়ার্ফ বা বামন’ শ্রেণির এই তারকার আকৃতি সৌর জগতের সূর্যের মতোই হয়। বিজ্ঞানীরা বলছেন, টিওআই আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ, এটি নিজের কক্ষপথ পূর্ণ করতে সময় নেয় মাত্র ২৮ দিন। যেখানে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন।