আগে পূজামণ্ডপে ঢোকার লাইনে দেখা যেতো শত শত মানুষের কালো মাথা। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সেই দৃশ্য বদলে গেছে। মাথার আগে চোখে পড়ছে শত শত মোবাইল। এর মালিকদের কেউ ব্যস্ত রিলস বানাতে, কেউ সেলফিতে। আর তাদের সামলাতে গিয়ে জান জেরবার অবস্থা পূজার আয়োজকদের। অষ্টমীর রাতে দক্ষিণ কলকাতার ত্রিধারার মণ্ডপে দেখা গেলো এমনই চিত্র।
‘ঠাকুরের দিকে আমি একদৃষ্টে হাতজোড় করে তাকাবো, আর তুমি সেই সময়ই রিলসটা বানাবে। পেছনের ভিড়টা যেন থাকে।’ শ্রীভূমির মণ্ডপের সামনে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে সঙ্গীকে এভাবেই নির্দেশনা দিচ্ছিলেন তানিয়া নামে এক তরুণী। তার সামান্য দূরে ভিড়ের চাপ সহ্য করেই স্ট্যান্ডে মোবাইল আটকে রিলস বানাতে ব্যস্ত দেখা গেলো আরেক কিশোরকে।