যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বরাবরই হুমকি দিয়ে আসছে রাশিয়া। এবার রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বললেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের পরিমাণ যত বাড়বে রাশিয়ার প্রতিশোধমূলক হামালাও তত বাড়বে। খবর আল-জাজিরার।
মেদভেদেভ বলেন, মার্কিন সিদ্ধান্তের ফলে কিয়েভ সরকারের অধীনে থাকা ইউক্রেনের সব এলাকা জ্বলবে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, নতুন রকেট ইউক্রেনের হামলার পরিসর দ্বিগুণ করবে। এই রকেট যুক্তরাষ্ট্রের ২ দশমিক ১৭৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত।
সম্প্রতি ন্যাটোকে সতর্ক করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া হেরে যায় তাহলে পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে মেদভেদেভের।
সে সময় এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। মেদভেদেভ বর্তমানে পুতিনের নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।