ইউক্রেনের শীর্ষ এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতে আগামীতে একটি অভ্যুত্থান হবে এবং তা থামানো সম্ভব হবে না।
মেজর জেনারেল কিরিলো বুদানভ অনুমান করছেন, ইউক্রেনের যুদ্ধ এ বছরের মধ্য আগস্টের মধ্যেই শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পরাজিত হয়, তাহলে পুতিনকে সরিয়ে দেওয়া হবে এবং তাঁর দেশের পতন ঘটবে। এটি একটি পর্যায়ে রাশিয়ান ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তনে ভূমিকা রাখবে।
এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং তারা সেদিকেই এগোচ্ছে।’
বুদানভ আরো দাবি করেন, পুতিন ক্যান্সার ও অন্যান্য অসুস্থতায় আক্রান্ত। তিনি বলেন, পুতিনের ‘মানসিক ও শারীরিক অবস্থা খুব খারাপ এবং তিনি অত্যন্ত অসুস্থ। ’