রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার স্যান ফ্রান্সিসকোতে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠনে তিনি পুতিনকে এই গালি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাইডেন বলেন, ‘আমাদের সবসময় পরমাণু যুদ্ধের শঙ্কায় থাকতে হয়। অথচ আমাদেরআরও বেশি সতর্ক হওয়া উচিত জলবায়ু পরিবর্তন নিয়ে। পুতিনের মতো ‘পাগল কুকুরের বাচ্চা’ এর জন্য আমাদের পরমাণু সংঘাত নিয়ে সতর্ক থাকতে হয়।’
ওই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন বাইডেন। ট্রাম্পের দলের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রিপাবলিকানরা বারবার দেখিয়েছে যে তারা বিশৃঙ্খলা ও বিভাজনের দল।’
এর আগে ২০২২ সালের জানুয়ারিতেও পুতিনকে গালি দিয়েছিলেন বাইডেন। এ ছাড়া নির্বাচনী প্রচারেও একাধিকবার পুতিনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন তিনি।