English

30 C
Dhaka
রবিবার, মার্চ ২৩, ২০২৫
- Advertisement -

পিরামিডের নিচে মিলল বিশাল ‘শহর’

- Advertisements -

পিরামিডের রহস্যের যেন শেষ নেই। প্রতিনিয়ত নতুন তথ্য আবিস্কার করে চলেছেন বিজ্ঞানীরা। এবার মিসরের বিখ্যাত গিজা পিরামিডের নিচে মিলল বিশাল এক শহরের সন্ধান।স্কটল্যান্ড ও ইতালির একদল গবেষক এই শহর খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন।

গবেষকদের দাবি, পিরামডের ৬ হাজার ৫০০ ফুট গভীরে এই শহর রয়েছে, যা পিরামিডের উচ্চতারও ১০ গুণ। তারা রাডার-পালস প্রযুক্তি ব্যবহার করে এর সন্ধান পেয়েছেন। সাগরের গভীরতা পরিমাপের জন্য যেমন সোনার রাডার ব্যবহার করা হয় এটি তেমনই এক প্রযুক্তি।

এই তথ্যকে খুবই উল্লেখযোগ্য আখ্যা দিয়ে বিজ্ঞানীরা বলছেন, এতে করে প্রাচীন মিসরের ইতিহাস নতুন করে লেখা হতে পারে। তারা বলছেন, আটটি সিলিন্ডার আকৃতির কাঠামো আবিস্কার করেছেন তা যা ২১০০ ফিট নিচে আছে। এ ছাড়া ৪ হাজার ফুট গভীর পর্যন্ত তারা শহরের অস্তিত্ব পেয়েছেন।

তবে ইউনিভার্সিটি অব ডেনভারের রাডার বিশেষজ্ঞ অধ্যাপক লরেন্স কনয়ের বলেন, প্রযুক্তি দিয়ে এক গভীরের পরিমাপ করা সম্ভব না। আন্ডারগ্রাউন্ড শহরের এই ধারণটি আসলে অতিরঞ্জিত।

তবে ছোট কাঠামো ও কুঠুরি পিরামিডের নিচে থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। অধ্যাপক বলেন, মায়ান ও মেসোআমেরিকায় এমন পিরামিড তৈরি হয়েছে এবং সেখানে প্রবেশের জন্য নিচে সুরঙ্গও ছিল। গিজার পিরামিডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা এই বিশেষজ্ঞের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন