পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শনিবার বেলুচিস্তানের শেরানির ডানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খবর জিও নিউজের।
সড়কের নিরাপত্তায় থাকা লেভিস কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা যাচ্ছিল। পথে বেলুচিস্তান প্রদেশের শেরানির ডানাসারে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে ৬ জন নিহত ও ২০ জন আহত হন। বেলুচিস্তান সরকার এই ভয়াবহ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
গত আগস্ট মাসে পাকিস্তানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কয়েক ডজন মানুষ। গত ২৫ আগস্ট মাকরান কোস্টাল হাইওয়েতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়।
এতে ১১ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হন। একই দিনে কাহুতা-রাওয়ালপিন্ডি রুটে আরেকটি বাস দুর্ঘটনায় ১৭ জন পুরুষ, ৭ জন নারী ও ১ শিশুসহ ২৫ জন নিহত হন। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।