বাড়ির মেয়ে পালিয়ে বিয়ে করেছেন। তাই তাকে ‘শাস্তি’ দিলেন মেয়ের মা ও ভাই। মায়ের সামনেই তরুণীর মুণ্ডচ্ছেদ করলেন ভাই। তারপর ঝুলিয়ে দেওয়া হল বাড়ির বারান্দায়। আঁতকে ওঠার মতো এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের লাডগাঁওর। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, ছয় মাস আগেই পুণের এক যুবকের সঙ্গে পালিয়েছিলেন ওই তরুণী। বিয়ে করে ঔরাঙ্গাবাদের একটি গ্রামে আশ্রয় নেন তারা। তারপর ৬ মাস কেটে যায়। মা-ভাইয়ের রাগ কেটে গেছে ভেবে গ্রামে ফিরে আসেন ওই তরুণী ও তার স্বামী। তরুণীর মা গিয়ে তার সঙ্গে কথাও বলে আসেন।
এক সপ্তাহ পরে আরও একবার মেয়ের বাড়িতে আসেন তার মা। তরুণীর ভাইও যান। সেখানে গিয়েই তরুণীর সঙ্গে তার ভাইয়ের বচসা শুরু হয়। এরপরে মায়ের সামনেই পূর্বপরিকল্পনা অনুযায়ী তরুণীকে খুন করেন তার ভাই। তরুণীর স্বামী বাধা দিতে গেলে তাকেও খুন করার চেষ্টা করে তরুণীর ভাই। এরপর বাড়ির বারান্দায় তার মুণ্ডু টাঙিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয়রাই পুলিশে খবর দেন। তরুণীর মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।