ভারতের পাঞ্জাবের বাথিন্ডা সামরিক ছাউনিতে গুলির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকালে এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, হামলার পরপরই এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং তাদের কুইক রেসপন্স টিমগুলো সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভোররাত ৪টা ৩৫ মিনিটের দিকে সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনাটি ঘটে। ছাউনির কুইক রেসপন্স টিমগুলো মাঠে নেমেছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে।’
তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সেনা ছাউনিটির অফিসার্স মেসে গুলবর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যে চারজন নিহত হয়েছেন তারা সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের।
বাথিন্ডা পুলিশের জ্যেষ্ঠ সুপার জিএস খুরানা জানিয়েছেন, সামরিক ছাউনিটির বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে, সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।
তিনি আরও বলেন, ঘটনাটিকে কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, এটি ‘অভ্যন্তরীণ ঘটনা’ হতে পারে।
ঘটনার পর ক্যান্টনমেন্টটির চারটি গেটের সবগুলো বন্ধ করে রাখা হয়েছে বলেও জানান জিএস খুরানা।