English

25.4 C
Dhaka
সোমবার, মার্চ ৩, ২০২৫
- Advertisement -

পাখির সঙ্গে ধাক্কায় মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন, অতঃপর…

- Advertisements -

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগতেই প্লেনের ইঞ্জিনে আগুন ধরে গেল। সেই অবস্থাতেই প্লেনটি উড়িয়ে নিয়ে চললেন পাইলট। শনিবার এমনই দৃশ্য ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, সেটি ফেডএক্স-এর একটি পণ্যবাহী প্লেন ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বোয়িং ৭৬৭-৩এস৩এফ প্লেনটি নিউ জার্সির নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানাপোলিসে যাচ্ছিল। ওড়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই প্লেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। আর তারপরই প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়।

মাঝ আকাশে প্লেনে আগুন ধরে যাওয়ায় বিপদ বুঝে নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। প্লেনটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি চান। তারপর সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেনটিতে পাইলট-সহ মোট তিনজন ছিলেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্লেন সংস্থাটির দাবি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই আগুন ধরে যায় প্লেনে। তবে আসল কারণ কী তা তদন্ত করে দেখা হবে। তবে পাইলটের তৎপরতা এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপের ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্লেন সংস্থাটি। পাখির সঙ্গে ধাক্কায় মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন, অতঃপর…

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন