পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আজ শুক্রবার একটি শিয়া মসজিদের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ৩০ জনের বেশি মুসল্লী নিহত হয়েছে।
আল-জাজিরা বলেছে, বোমা বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
পেশোয়ারের পুরনো শহর কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জমায়েত হওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে।
পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ এজাজ খান বলেছেন, দু’জন সশস্ত্র হামলাকারী মসজিদের বাইরে পুলিশের ওপর গুলি চালালে সহিংসতা শুরু হয়।
একজন আততায়ী এবং পুলিশের একজন সদস্য গোলাগুলির সময় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরেক সদস্য আহত হয়েছেন। গোলাগুলির সময় মসজিদের ভেতর ঢুকে হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
আহতদের অ্যাম্বুলেন্সে করে লেডি রিডিং হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেছেন, ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।