পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট গন্তব্যে ব্যালট পেপার পৌঁছে দিতে অন্যান্য কর্মীদের সঙ্গে সেনাবাহিনী থাকবে।
নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ছাপাখানায় ব্যালট পেপার ছাপার পর সেগুলো নিরাপদে ডিআরও-এর অফিসে নিয়ে যাওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ডিআরও বা তাদের মনোনীত কর্মকর্তাদের।