English

13 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৫

- Advertisements -

পাকিস্তানের বেলুচিস্তানের তুরবতের নাসিরাবাদ এলাকায় এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে চারজন শ্রমিক এবং একজন পুলিশ সদস্য। আজ মঙ্গলবার দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শ্রমিকরা পাঞ্জাবের বাসিন্দারা। তারা হচ্ছেন, মোহাম্মদ উজাইর, বাকার আলি, শেহবাজ আহমেদ এবং শেহজাদ আহমেদ। শেহবাজ এবং এবং শেহজাদ আপন ভাই। এ ছাড়া হামলায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। নিহতদের লাশ তুরবতের টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আকজাই এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে নিশ্চিত করেছেন। এ হামলার কড়া নিন্দা জানিয়েছেন তিনি। চলতি মাসে এ নিয়ে বেলুচিস্তানে দুইটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল।

এর আগে তুরবত শহরে হামলায় ছয়জন শ্রমিক নিহত হয়, আহত হয় দুইজন। সেইসময় ঘুমন্ত শ্রমিকদের গুলি চালিয়ে হত্যা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন