পাকিস্তানজুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ সময়ে অনেক এলাকায় জ¦র কমানোর ওষুধের সংকট দেখা দিয়েছে। যা-ও কিছু ওষুধ পাওয়া যায়, তার দাম বেড়ে গেছে। ব্যাপকভাবে ডেঙ্গু এবং অন্য মহামারির প্রাদুর্ভাব আক্রান্ত করছে পাকিস্তানকে। জিও নিউজের এক খবরে বলা হয়েছে, প্রতিদিনই অধিক থেকে অধিক সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
এতে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক এবং ভয় ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পখতুনখাওয়া ও বেলুচিস্তানে। ২৪ ঘন্টায় বন্দর নগরী করাচিতে আরও একজন মারা গেছেন। অতি বর্ষণের পরে খাইবার পখতুনখাওয়া মশার বংশ বিস্তারের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে কমপক্ষে দুই হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।