পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এমনটাই ভাষ্য সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠীর। এই ঘটনায় ৯ জন পুলিশ সদস্য মারা যান।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পূর্বের শহর সিব্বিতে আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী বোমা হামলাকারী বোমা ও মোটরসাইকেলসহ পুলিশের একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ৯ জন নিহত হওয়া ছাড়া এতে আরো ১৩ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার দিন নিহতরা স্থানীয় একটি ‘গবাদি পশুর প্রদর্শনী’ অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেখানে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে কর্মকর্তারা জানান। ঘটনার পেছনে প্রথমে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে সন্দেহ করেছিল স্থানীয় প্রশাসন।
বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস এবং খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনে জাতিগত বেলুচ গেরিলারা কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।