পাঁচ কেজি আলু ঘুষ চেয়ে বরখাস্ত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে আলু ছিল ‘কোডওয়ার্ড’ তিনি আসলে টাকাই ঘুষ চেয়েছিলেন। ভারতের উত্তর প্রদেশের কন্নৌজে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে যে তিনি আসলে আলুর কথা বলে ঘুষ চাইছিলেন। ওই পুলিশের নাম রাম কৃপাল সিং।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানের কথপোকথনে আলু ঘুষ চাওয়ার বিষয়টি উঠে এসেছে। অডিওতে শোনা যাচ্ছে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।
এরপর কন্নৌজের এসপি অমিত কুমার আনন্দ সৌরিখ থানার অধীন ভাওয়ালপুর চাপুন্না চৌকিতে নিযুক্ত ওই সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। মামলার বিভাগীয় তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে।